ব্রাক্ষনবাড়ীয়ার আখাউড়ায় কবর দেওয়ার পর কবর খুড়ে জীবন্ত মানুষ উদ্বার করেছে
ব্রাক্ষনবাড়ীয়ার আখাউড়ায় কবর দেওয়ার পর কবর খুড়ে জীবন্ত মানুষ উদ্বার করেছে পুলিশ,অবিশ্বাস্য ও আজব ঘটনাটি ঘঠেছে পেীর শহরের খড়ম পুর বাইপাস নামক স্থানে শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় । কবর থেকে যাকে উদ্বার করা হয়েছে তার নাম রিংকু (35) খাদেম বাড়ি খড়ম পুর. এবং তাকে কবর দিচ্ছিল বেলাল (25) নামে এক যুবক । তাদের দুজনের কথা বার্তায় অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে । এই মর্মান্তিক কাজটি কেন করতে গেলেন জানতে চাইলে রিংকু খাদেম হাসি ভরা মুখে বললেন আমি সব কিছু উপড় ওয়ালার নির্দেশে করেছি এবং নিজের সব জমাজমি যখন অন্যরা দখল করে নেয় তখন আমার চলে যাওয়া ছাড়া আর কি বা করার থাকে । কে আপনার জায়গা জবড় দখল করেছে জানতে চাইলে সে বলে কোড্ডা গ্রামের লাকসু, জসিম ও অন্যন্যারা ।
No comments:
Post a Comment