আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
থানা প্রতিনিধি, বিউটিফুল আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বালুবাহী ট্রলিচাপায় জুয়েল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল উপজেলার খড়মপুর গ্রামের নোমান মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ্ পীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর এলাকায় একটি বালুবাহী ট্রলি পথচারী জুয়েলকে চাপা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment