Sunday, 21 February 2016

: আখাউড়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি উপজেলার মোগড়া বাজার এলাকায় ঘটে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি উপজেলার মোগড়া বাজার এলাকায় ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ শনিবার সকালে ধর্ষক সামির মিয়াকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষণের শিকার গৃহবধূকে হেফাজতে নিয়ে দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে মোগড়া বাজার এলাকায় ওই গৃহবধূ শুক্রবার দুপুরে নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় মোগড়া সওদাগর পাড়ার সামির মিয়া ওই নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে লোকজন টের পেলে সামির পালিয়ে যায়। পরে বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানান। সামির মোগড়া সওদাগর পাড়ার আবদুল খালেক মিয়ার ছেলে। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার যুগান্তরকে বলেন, ধর্ষণের ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষক সামিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Friday, 19 February 2016

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

থানা প্রতিনিধি, বিউটিফুল আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বালুবাহী ট্রলিচাপায় জুয়েল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল উপজেলার খড়মপুর গ্রামের নোমান মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ্ পীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর এলাকায় একটি বালুবাহী ট্রলি পথচারী জুয়েলকে চাপা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Monday, 15 February 2016

আখাউড়ায় এ কোন বিদেশিনী পরিচ্ছন্নতা কর্মী!

আখাউড়ায় এ কোন বিদেশিনী পরিচ্ছন্নতা কর্মী!

বিউটিফুল আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাস্তার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকে। এ অবস্থা দেখে খারাপ লাগায় নিজেই ময়লা পরিষ্কার করতে নেমে পড়েছেন গেডরি রহমান নামে এক বিদেশিনী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে অাখাউড়া শহরে অাচমকা এমন দৃশ্য দেখে অবাক হন অনেকে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুনিয়ার নাগরিক গেডরি হাতে গ্লাভস পরে বড় একটি ব্যাগ নিয়ে ময়লা-আবর্জনা কুড়াতে শুরু করেন। সেসময় তার পেছন পেছন ছুটতে থাকে স্থানীয় স্কুল-কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তার এমন কাজ দেখে বিস্মিত হন স্থানীয়রা।

ওই বিদেশিনী শহরের সড়ক, শহীদ মিনার, কলেজ ও থানা ভবন থেকে শুরু করে পৌরসভাসহ সব প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা অাবর্জনা পরিষ্কার করেন। শেষ অবধি এসব অাবর্জনা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান না পেয়ে হতাশ হন তিনি। পরে কুড়ানো ময়লা-অাবর্জনা সাতটি ব্যাগে ভরে চলে অাসেন পৌর ভবনে।

জানা যায়, অাখাউড়া শহরের শীল পাড়ার মুশফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান জাহিদ দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। লন্ডনেই পরিচয় হয় গেডরির সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই প্রেম গড়িয়েছে পরিণয়ে। লন্ডন থেকে আখাউড়া এসে ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে জড়ান তারা।

গেডরি জানান, ইন্টারনেটে সার্চ করে বাংলাদেশের প্রতি মুগ্ধতা জন্ম নেয় তার। কিন্তু অপরিষ্কার আর নোংরা পরিবেশের জন্য কষ্টও পান তিনি। তাই জাহিদকে তিনি আগেই বলে রেখেছিলেন যে বাংলাদেশে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামবেন। সেই পরিকল্পনা থেকেই অাখাউড়ায় এসে রাস্তায় নেমে পড়েন।

গেডরি রহমানের স্বামী জাহিদ জানান, সবাই যদি নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখি তাহলে খুব সহজেই আমাদের শহর পরিচ্ছন্ন থাকবে। তিনি এ কাজে সহযোগিতার জন্য তার বন্ধু-বান্ধব ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

গেডরির এমন কাজে বিস্মিত হয় খোদ পৌর কর্তৃপক্ষও। পৌর কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছে।

অাখাউড়া পৌরসসভার সচিব মো. আলী আজম হোসেন বলেন, ওই গেডরি চোখে অাঙুল দিয়ে দেখিয়ে দিলেন, অামরা কতোটা অসচেতন, কাণ্ডজ্ঞানহীন। তার এমন ভালো কাজ দেখে সত্যিই উদ্বুদ্ধ হয়েছি। এখন থেকে অামরা নিয়মিত অাবর্জনা পরিষ্কার করবো।

অাখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। পরিচ্ছন্ন শহর গড়তে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।

Friday, 12 February 2016

আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে

আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫০জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ, জেলা সদর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের প্রায় দুই ঘন্টা পর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয়।এরই জের ধরে দুপুর সাড়ে ১২টার উভয় গ্রামের লোকজন দ্রেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা ও জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান কাদানী গ্যাস ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষের প্রায় ২ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Saturday, 6 February 2016

ব্রাক্ষনবাড়ীয়ার আখাউড়ায় কবর দেওয়ার পর কবর খুড়ে জীবন্ত মানুষ উদ্বার করেছে

ব্রাক্ষনবাড়ীয়ার আখাউড়ায় কবর দেওয়ার পর কবর খুড়ে জীবন্ত মানুষ উদ্বার করেছে

ব্রাক্ষনবাড়ীয়ার আখাউড়ায় কবর দেওয়ার পর কবর খুড়ে জীবন্ত মানুষ উদ্বার করেছে পুলিশ,অবিশ্বাস্য ও আজব ঘটনাটি ঘঠেছে পেীর শহরের খড়ম পুর বাইপাস নামক স্থানে শনিবার সন্ধ্যা  সাড়ে পাঁচটার সময় । কবর থেকে যাকে উদ্বার করা হয়েছে তার নাম রিংকু (35) খাদেম বাড়ি খড়ম পুর. এবং তাকে কবর দিচ্ছিল বেলাল (25) নামে এক যুবক । তাদের দুজনের কথা বার্তায় অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে । এই মর্মান্তিক কাজটি কেন করতে গেলেন জানতে চাইলে রিংকু খাদেম হাসি ভরা মুখে বললেন  আমি সব কিছু উপড় ওয়ালার নির্দেশে করেছি এবং নিজের সব জমাজমি যখন অন্যরা দখল করে নেয় তখন আমার চলে যাওয়া ছাড়া আর কি বা করার থাকে । কে আপনার জায়গা জবড় দখল করেছে জানতে চাইলে সে বলে কোড্ডা গ্রামের লাকসু, জসিম ও অন্যন্যারা ।

আখাউড়া ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার

আখাউড়া ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত পিইসি ও জেএসসিতে উত্তীর্ণ স্থানীয় শিক্ষার্থীদের সংবর্ধনা......

ব্রাহ্মণবাড়িয়া: ধর্মের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদের প্রসার ঘটেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে আখাউড়ার ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত পিইসি ও জেএসসিতে উত্তীর্ণ স্থানীয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আজকের পৃথিবীতে জঙ্গিবাদ একটি নতুন রূপ নিয়ে দেখা দিয়েছে। আমাদের দেশেও আভ্যন্তরীণ ক্ষেত্রে জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করছে।

সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন ধরনের খুন-খারাপির ঘটনা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদীরা টার্গেট করেছে আমার দেশের সংখ্যালঘু, ধর্মবাদে বিশ্বাসী ব্যক্তিদের, তাদের গোষ্ঠীগুলোকে। জঙ্গিবাদীরা আক্রমণ করেছে ধর্মযাজককে, ইসকন মন্দিরের পুরোহিতকে, মসজিদের খাদেমকে। এছাড়া আহমদিয়া মসজিদে, শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এসব উগ্র সন্ত্রাসবাদীরা পৃথিবীব্যাপী বিস্তৃত হয়েছে গোষ্ঠীগত দ্বন্দ্বের মধ্য দিয়ে। জঙ্গিবাদী আক্রমণে যেসব দেশ ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে বাংলাদেশকেও যুক্ত করা চেষ্টা করা হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দেশ আর পাকিস্তান হবে না, ইরাক অথবা সিরিয়া হবে না।

তিনি সমবেত মানুষকে আহ্বান জানিয়ে বলেন, সেই পরিণতি যদি আপনারা না চান তাহলে জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে গ্রামের মানুষকে সতর্ক থাকতে হবে।

রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকসির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সম্পাদক শওকত চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশিরুল হক ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।