ব্রাক্ষনবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামে তাছলিমা (14) নামে এক স্কুল ছাত্রী
আশ্রারাফুল মামুন: নিখোজের এগার ঘন্টা পর আজ সোমবার সকাল সাতটায় নিজ বাড়ির পাশ থেকে লাশ উদ্বার করেছে পুলিশ । সে মোগড়া উচ্চ বিদ্যালয়ের অশ্টম শ্রেনীর ছাত্রী ছিল । তবে নৃষংশ হত্যার ব্যাপারে তার মা বাবা সুনিদিষ্ঠ কোন তথ্য দিতে পারেনি । পুলিশ বলছে এটি রহস্যজনক খুন ।এলাকাবাসী বলছে প্রেম ঘঠিত অথবা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ।তাছলিমার চাচা পাশের বাড়ির আঃ হাশিম বলেন মেয়েটি নিখোজ হয়েছে এমন কথা আমরা শুনিনি ।মেয়েটির মা-বাবা-ভাই বোন সবাই বলছে তাছলিমা গত রাত আটটার সময় নিখোজ হওয়ার পর সকালে তার লাশ পাওয়া যায় অথচ নিখোজের বিষয়টি এলাকাবাসী কেউ জানে না ।স্কুলের পাঠ্য বইয়ে কিছু আপত্তির লেখা এবং ফোন নং পাওয়া গেছে ,বইটি পুলিশ হেফাজতে আছে । তাছলিমার হাতের মোবাইলটি পাওয়া যায়নি । শরীরে কোন আঘাতের চিহ্ন নেই গলায় উড়না পেছানো ছিল ।
No comments:
Post a Comment