Sunday, 31 January 2016

ফের ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ফের ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া : ফের ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটলো। এবার জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হবার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৬৫) ও লাল মিয়া (৫৫)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার কালীকাপুর গ্রামের লাল মিয়া ও সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল।

বৃহস্পতিবার রাতে উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লালু মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে লাল মিয়ার গ্রুপ।

মামলা এবং কথাকাটাকাটির জের ধরে রবিবার সকালে আবদুস সালামের লোকজন লালমিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে লাল মিয়া গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যু খবর পাওয়ার পর লাল মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় হামলায় আবদুস সালাম নিহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

Saturday, 23 January 2016

আখাউড়ায় ২ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

আখাউড়ায় ২ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার উমেদপুর গ্রামের একটি কবরস্থান থেকে আদালতের নির্দেশে দুই মাস পর মৃতদেহ উত্তোলন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের উপস্থিতিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মোবারক হোসেন জানান, গত বছরের ১৬ নভেম্বর উমেদপুর গ্রামের রফিক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তার ভাতিজাদের সংঘর্ষ হয়। এতে আহত রফিক মিয়া ৫ দিন পর মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। অাদালত দুই মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

Wednesday, 20 January 2016

আখাউড়ায় গত ১৮ তারিখে বকাটে সন্ত্রাস হামলায় আহত স্কুল ছাত্র.......

আখাউড়ায় গত ১৮ তারিখে বকাটে সন্ত্রাস হামলায় আহত স্কুল ছাত্র.......

পৌরসভার ৫ নং  ওয়াডের বাসিন্দা ও সড়ক বাজার অবস্থিত ঢাকা হোটেলের (উওর) পাশে (আলি মাের্কটের মালিক) (১) মোহাম্মদ আলি মিয়া (2) মো; ফারুক মিয়ার ছেলে মোঃ সোহান মিয়া(বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের এস, এস,সি পরির্ক্ষাথী মোঃ সোহান মিয়া, বকাটে সন্ত্রাস  উশৃঙখল ছেলে সে,( সাইফুল ইসলাম( লিয়ন) এ,বি, সি,কিন্ডার এ প্লে থেকে পঞ্চম শ্রেনী পযন্ত রোল নং এক ছিল সমাপনি পরীক্ষায় (এ) প্লাস ও অস্টম শ্রেনীতে জি,এস,সি, তে উরতিন্য ছাএ সাইফুল ইসলাম লিয়ন, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্ছ বিদ্যালয়ের সাইন্স এর ছাএ লিয়ন ফেব্রুয়ারী এক তারিখের পরীর্ক্ষাথী,সোহান নামের সন্ত্রাসী,বকাটে ছেলে, লিয়ন মাগরীব নামাজ সড়ক বাজার দোতলা মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সোহান ছেলেটি তাদের বাড়ির সামনে দিয়ে হেটে যাওয়া অবস্থায় এলো পাথারি দারালো অস্র)  দিয়ে লিয়নকে জখম করে, সাথে আরো দুই জন সামান্য আঘাত পায়,আখাউড়া হাসপাতালে চিকিস্য পর ডাঃ সাথে পরামর্শ করে উন্নত চিকিস্যর জন্য ঢাকা নিয়ে আসি,আখাউড়া মিডিয়া+প্রাশাষনার কাজে ন্যায় বিচার প্রাথনা করি,

Tuesday, 19 January 2016

ব্রাক্ষনবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামে তাছলিমা (14) নামে এক স্কুল ছাত্রী

ব্রাক্ষনবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামে তাছলিমা (14) নামে এক স্কুল ছাত্রী

আশ্রারাফুল মামুন: নিখোজের এগার ঘন্টা পর আজ সোমবার সকাল সাতটায় নিজ বাড়ির পাশ থেকে লাশ উদ্বার করেছে পুলিশ । সে মোগড়া উচ্চ বিদ্যালয়ের অশ্টম শ্রেনীর ছাত্রী ছিল । তবে নৃষংশ হত্যার ব্যাপারে   তার  মা বাবা সুনিদিষ্ঠ কোন তথ্য দিতে পারেনি । পুলিশ বলছে এটি রহস্যজনক খুন ।এলাকাবাসী বলছে প্রেম ঘঠিত অথবা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ।তাছলিমার চাচা পাশের বাড়ির আঃ হাশিম বলেন মেয়েটি নিখোজ হয়েছে এমন কথা আমরা শুনিনি ।মেয়েটির মা-বাবা-ভাই বোন সবাই বলছে তাছলিমা গত রাত  আটটার সময় নিখোজ হওয়ার পর সকালে তার লাশ পাওয়া যায় অথচ নিখোজের বিষয়টি এলাকাবাসী কেউ জানে না ।স্কুলের পাঠ্য বইয়ে কিছু আপত্তির লেখা এবং ফোন নং পাওয়া গেছে  ,বইটি পুলিশ হেফাজতে আছে । তাছলিমার হাতের মোবাইলটি পাওয়া যায়নি । শরীরে কোন আঘাতের চিহ্ন নেই গলায় উড়না পেছানো ছিল ।

আখাউড়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণ

আখাউড়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণ

আখাউড়া-আগরতলা সড়কের পাশের আখাউড়া শহরের ঐতিহ্যবাহী কালন্দি খাল এবং এ খালের কোটি কোটি টাকার ভূ-সম্পত্তি জবরদখলের মহোৎসব চলছে। আখাউড়া পৌর শহরের এই গুরুত্বপূর্ণ কালন্দি খাল দখলের উৎসব যেন থামছেই না। ইতিমধ্যে প্রভাবশালীরা এ খাল ও ভূমি জবরদখল করে সেখানে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেয়া শুরু করেছে। অনেকে দখলকৃত সরকারি এ ভূ-সম্পত্তি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অপরদিকে শহরের সড়ক বাজারের ঢাকা হোটেলের পাশের এ কালন্দি খালের ওপর ব্রিজের উভয় পাশে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে পানি প্রবাহ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সড়ক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ব্রিজের দু’পাশের আবর্জনার স্তূপ পরিষ্কার না করা হলে প্রভাবশালীরা ব্রিজের দু’মুখ দখল করে স্থাপনা তৈরি করবে অচিরেই। বাজারের ব্যবসায়ীরা ব্রিজের দু’পাশ থেকে আবর্জনার স্তূপ পরিষ্কার করার জন্য একাধিকবার পৌর মেয়র বরাবর লিখিতভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। অবশ্য পৌর মেয়র তাকজিল খলিফা বলেন, পৌরবাসীর জীবনমান এবং ঐতিহ্য রক্ষার্থে কালন্দি খালের সংস্কার অতীব জরুরি হয়ে পড়েছে। যারা খালের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। ব্রিজের দু’পাশের জমাট বাঁধা ময়লার স্তূপ দ্রুততম সময়ে সরিয়ে নিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করা হবে বলে তিনি জানান। সরেজমিন রোববার দুপুরে দেখা গেছে, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসের পেছন দিক থেকে উপজেলা প্রশাসন ভবনের সামনে পর্যন্ত তিন শতাধিক স্থাপনা রয়েছে কালন্দি খালের ওপর। খাল দখল হওয়ায় এখন তা ড্রেনে পরিণত হচ্ছে। এ খাল দখলের কারণে শহরের পানি নিষ্কাশন চরম সংকটের মুখে পড়বে বলে মনে করছেন পৌরবাসী। ব্রিজের দু’পাশে আবর্জনা ফেলার কারণে স্থায়ীভাবে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। উৎকট গন্ধ ছড়াচ্ছে। দখল পরিস্থিতি এমন হয়েছে যে, পৌর শহরে কালন্দি খাল নামে যে একটি খাল আছে, আগামী প্রজন্ম তা আর জানতে পারবে না। কালন্দি খাল ভরাট দ্রুত বন্ধ করাসহ এ খালের ভূ-সম্পত্তি অনতিবিলম্বে দখলমুক্ত করার জোর দাবি সচেতন মহলের। পৌর এলাকার ভুক্তভোগীরা খাল দখলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিসহ ভূমি অফিসের সংশ্লিষ্টদের একাধিকবার জানালেও রহস্যজনক কারণে তারা নীরব থাকছেন। যেন দেখার কেউ নেই।
আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার জানান, কালন্দি খাল ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলে অবশ্যই উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব বলেন, সরকারি ভূ-সম্পত্তি দখলে নিয়ে যারা স্থায়ীভাবে জলজট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

Sunday, 17 January 2016

আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ প্রকল্পটির অনুমোদন দিয়েছে ভারতের

আগরতলা: আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ প্রকল্পটির অনুমোদন দিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়।

সম্প্রতি নর্থ-ইষ্ট ফ্রন্টিয়ার্স রেলওয়ের (এনএফআর) প্রধান কার্যালয় গৌহাটির মালিগাঁও থেকে ত্রিপুরা সরকারের পরিবহন দফতরকে চিঠি দিয়ে এ খবর জানানো হয়।

এতে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৯৮৭.৫০কোটি ভারতীয় রুপি। প্রকল্পের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ভারত সরকার।

একটু অতীতে চোখ ফিরিয়ে দেখে নেওয়া যাক আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ শুরুর দিকের বিষয়গুলি। ১৬ই ফেব্রুয়ারি ২০১৩ এই রেল সংযোগের জন্য উভয় দেশের মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডার স্ট্যান্ডিং (মউ) স্বাক্ষরিত হয়।

এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৫ কি. মি., এর মধ্যে ভারতীয় ভূ-খন্ডে রয়েছে ৫ কি. মি. ও বাংলাদেশ ভূ-খন্ডে রয়েছে ১০কি. মি.। বাধারঘাটের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এই রেলপথটি বের হয়ে নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

ভারতীয় ভূ-খন্ডে ৫ কি. মি. রেলপথের জন্য জমি অধিগ্রহণ করতে হবে ৯১.৯২৭ একর জমি। প্রথম যখন পরিকল্পনা নেওয়া হয়েছিল তখন এই জমি অধিগ্রহণের খরচ ধরা হয়েছিলো প্রায় ৩১ কোটি ভারতীয় রুপি এবং সম্পূর্ণ প্রকল্পের খরচ ধরা হয়েছিলো প্রায় ২০০ কোটি ভারতীয় রুপি। নতুন জমি অধিগ্রহণ নিয়ম অনুসারে এই পরিমাণ জমি অধিগ্রহণের জন্য প্রয়োজন হবে ৩০১.১৯ রুপি। তাই জমি অধিগ্রহ খরচ কমাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলিভেটেড করিডোর (উড়াল সেতু) করার।

রেলওয়ে স্টেশন থেকে ৩.৭ কি.মি. ঘন বসতি এলাকায় এই করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে জমি অধিগ্রহণ করতে হবে ৬৬.৯২৭ একর এবং এর জন্য খরচ হবে ৯৭.৬৩ কোটি রুপি।

এই প্রকল্পের ভারতীয় অংশের খরচ দেবে রেল মন্ত্রণালয় এবং বাংলাদেশে অংশের অর্থের সংস্থান করার কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ভারতীয় অংশের রেলপথ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় রেলের নির্মাণ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনষ্টাকসন কোম্পানি লিমিটেড (ইরকন) কে।

ত্রিপুরা সরকারের তরফে জমির মূল্য বাবদ অগ্রিম ৬০ শতাংশ অর্থ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে জমি অধিগ্রহণের কাজ শুরু করার জন্য।

স্বপ্নের এই প্রকল্পের কাজ কবে শুরু হয় এই দিকে এখন ত্রিপুরাবাসী অধীর আগ্রহে চেয়ে আছেন। রেল সংযোগের মধ্যদিয়ে বাংলাদেশকে আরও কাছে টেনে নিতে।

Tuesday, 12 January 2016

মাদ্রাসাছাত্র নিহত, ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র..

থমথমে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার শিক্ষার্থী....

মাদ্রাসাছাত্র নিহত,
ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র
,
মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে
উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। আজ মঙ্গলবার
সকাল থেকে শত শত মাদ্রাসা শিক্ষার্থী
শহরে নেমে এসে বিক্ষোভ শুরু করে।
পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ
হচ্ছে। এতে গোটা শহর রণক্ষেত্রে পরিণত
হয়েছে। সকাল ১০টার দিকে শত শত
বিক্ষোভকারী শহরের রেলস্টেশন অবরোধ
করে সেখানে হামলা ও ভাঙচুর চালায়।
তারা রেললাইনের বিভিন্ন স্থানে আগুন
দেয়। এর আগে ভোররাতে ব্যবসায়ী ও
ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায়
দফায় সংঘর্ষের ঘটনায় আহত
মাদ্রাসাছাত্র হাফেজ মাসুদুর রহমান (২২)
নিহত হন। তিনি শহরের জামিয়া
ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড়
মাদ্রাসা) শিক্ষার্থী।

Tuesday, 5 January 2016

আখাউড়ায় মাদকসহ ২ জন আটক.....

আখাউড়ায় মাদকসহ ২ জন আটক......

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবা, ভারতীয় হুইস্কি, বিয়ার ও চোলাই মদসহ আকরাম হোসেন (৪৬) ও সবুজ মোল্লা (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার মধ্যরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল আখাউড়া উপজেলার তন্তর বাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটক আকরাম আখাউড়া উপজেলার তন্তর গ্রামের মৃত জাহের ভূইয়ার ছেলে ও সবুজ সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বাছির মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তন্তর বাজারের মায়ের দোয়া ভাতের হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল অভিযান চালায়।

অভিযান চলাকালে হোটেল মালিক আকরাম হোসেনের দেহ তল্লাশি করে ১শ` পিস ইয়াবা ট্যাবলেট ও হোটেলে রক্ষিত একটি কাঠের বাক্স থেকে সাত বোতল ভারতীয় হুইস্কি, পাঁচ বোতল বিয়ার এবং ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আকরাম হোসেন ও তার হোটেলের কর্মচারী সবুজ মোল্লাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Saturday, 2 January 2016

আখাউড়া পৌরসভা মেয়রকে আইনমন্ত্রীর ভিন্নধর্মী উপহার.......

আখাউড়া পৌরসভা মেয়রকে আইনমন্ত্রীর ভিন্নধর্মী উপহার.......

বিউটিফুল আখাউড়া ডেস্ক: আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক, মেয়র তাকজিল খলিফা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে উপহার হিসেবে আখাউড়ায় একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।

এর ফলে ৭ জানুয়ারি থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবারিত করবে।

পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের সঙ্গে দেখা করে নব-নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আখাউড়া পৌরসভাবাসী আমাকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট আখাউড়ায় অনুষ্ঠিত একটি সমাবেশে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে আখাউড়াবাসীকে আশ্বস্ত করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।