Monday, 27 June 2016

আখাউড়া নয়াদিল গ্রামে গরু চোর আটক.... !

আখাউড়া নয়াদিল গ্রামে গরু চোর আটক....  !

আজ ২৭ শে জুন সোমবার নয়াদিল গ্রাম হইতে গঙ্গাসাগর মোগড়া বাজার হইতে চুরি হওয়া গরু  সহ গরু চোর কে আটক করে জনতা। তার বাড়ি গঙ্গাসাগর এর গাংভাঙ্গা গ্রামে। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য গ্রাম পুলিশের মাধ্যমে চেয়ারম্যানের কাছে সোপর্দকরা হইল।

Thursday, 7 April 2016

আখাউড়ায় একাত্তরের আর্টিলারি শেল ধ্বংস

আখাউড়ায় একাত্তরের আর্টিলারি শেল ধ্বংস

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া উপজেলার কুড়িপাইকা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত শক্তিশালী আর্টিলারি শেল ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি বোমা বিশেষজ্ঞ দল শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

এ সময় বোমা বিস্ফোরণের দৃশ্যটি দেখার জন্য এলাকায় হাজারো উৎসুক জনতা ভিড় জমায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০মার্চ আখাউড়া সীমান্তের ২০২২-৪/৫এস পিলার এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে পুকুর খনন করার সময় মাটি কাটার শ্রমিকরা আর্টিলারি শেলটি দেখতে পেয়ে জমির মালিক জসিম উদ্দিন জানায়।

পরে বিষয়টি জসিম উদ্দিন স্থানীয় বিজিবি ক্যাম্পের কমান্ডারকে জানালে ফকিরমুড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সানোয়ার আর্টিলারি শেলটি নিজেদের হেফাজতে নিয়ে নেয়।

বৃহস্পতিবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মেজর মিশকাত বেগমের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল আর্টিলারি শেলটি মাটিতে গর্ত খুঁড়ে ধ্বংস করে।

এ বিষয়ে বোমা বিস্ফোরক দলের প্রধান মেজর মিশকাত বেগম যুগান্তরকে বলেন, ১৯৭১ সালে পাক বাহিনী শেলটি ফেলে যায়। এ ধরণের আর্টিলারি শেল আশপাশের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে।

এসব বোমা পাওয়া গেলে মানুষের নাগালের বাইরে রেখে দ্রুত স্থানীয় প্রশাসনকে অভিহিত করার পরামর্শ দেন মেজর মিশকাত বেগম।

Wednesday, 30 March 2016

আখাউড়ায় ’৭১-এর শেল বিস্ফোরণ!

আখাউড়ায় ’৭১-এর শেল বিস্ফোরণ!
আখাউড়া প্রতিনিধিঃ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়া পৌরশহরের তারাগণ এলাকায় উদ্ধার হওয়া ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত শক্তিশালী আর্টিলারি শেল ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব হেডকোয়ার্টারের বোমা বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

আখাউড়া থানার এসআই মো. নাজমুল হক জানান, আখাউড়া পৌরশহরের তারাগণ এলাকার দক্ষিণপাড়ায় একটি পুকুর খনন করার সময় অবিস্ফোরিত একটি আর্টিলারি শেল স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ হেফাজতে তিন দিন থাকার পর বুধবার র‌্যাব হেডকোয়ার্টার থেকে ডিএডি আবেদুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল দুপুর সাড়ে ১২টার দিকে শেলটি মাটিতে গর্ত খুঁড়ে ধ্বংস করে।

বোমা বিস্ফোরক দলের প্রধান ডিএডি আবেদুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এ ধরনের অসংখ্য আর্টিলারি শেল দেশজুড়ে ফেলে গেছে। এসব আর্টিলারি শেল আশপাশের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে।

Sunday, 21 February 2016

: আখাউড়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি উপজেলার মোগড়া বাজার এলাকায় ঘটে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি উপজেলার মোগড়া বাজার এলাকায় ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ শনিবার সকালে ধর্ষক সামির মিয়াকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষণের শিকার গৃহবধূকে হেফাজতে নিয়ে দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে মোগড়া বাজার এলাকায় ওই গৃহবধূ শুক্রবার দুপুরে নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় মোগড়া সওদাগর পাড়ার সামির মিয়া ওই নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে লোকজন টের পেলে সামির পালিয়ে যায়। পরে বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানান। সামির মোগড়া সওদাগর পাড়ার আবদুল খালেক মিয়ার ছেলে। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার যুগান্তরকে বলেন, ধর্ষণের ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষক সামিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Friday, 19 February 2016

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

থানা প্রতিনিধি, বিউটিফুল আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বালুবাহী ট্রলিচাপায় জুয়েল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল উপজেলার খড়মপুর গ্রামের নোমান মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ্ পীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে আখাউড়া পৌর-শহরের দূর্গাপুর এলাকায় একটি বালুবাহী ট্রলি পথচারী জুয়েলকে চাপা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Monday, 15 February 2016

আখাউড়ায় এ কোন বিদেশিনী পরিচ্ছন্নতা কর্মী!

আখাউড়ায় এ কোন বিদেশিনী পরিচ্ছন্নতা কর্মী!

বিউটিফুল আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাস্তার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকে। এ অবস্থা দেখে খারাপ লাগায় নিজেই ময়লা পরিষ্কার করতে নেমে পড়েছেন গেডরি রহমান নামে এক বিদেশিনী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে অাখাউড়া শহরে অাচমকা এমন দৃশ্য দেখে অবাক হন অনেকে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুনিয়ার নাগরিক গেডরি হাতে গ্লাভস পরে বড় একটি ব্যাগ নিয়ে ময়লা-আবর্জনা কুড়াতে শুরু করেন। সেসময় তার পেছন পেছন ছুটতে থাকে স্থানীয় স্কুল-কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তার এমন কাজ দেখে বিস্মিত হন স্থানীয়রা।

ওই বিদেশিনী শহরের সড়ক, শহীদ মিনার, কলেজ ও থানা ভবন থেকে শুরু করে পৌরসভাসহ সব প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা অাবর্জনা পরিষ্কার করেন। শেষ অবধি এসব অাবর্জনা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান না পেয়ে হতাশ হন তিনি। পরে কুড়ানো ময়লা-অাবর্জনা সাতটি ব্যাগে ভরে চলে অাসেন পৌর ভবনে।

জানা যায়, অাখাউড়া শহরের শীল পাড়ার মুশফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান জাহিদ দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। লন্ডনেই পরিচয় হয় গেডরির সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই প্রেম গড়িয়েছে পরিণয়ে। লন্ডন থেকে আখাউড়া এসে ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে জড়ান তারা।

গেডরি জানান, ইন্টারনেটে সার্চ করে বাংলাদেশের প্রতি মুগ্ধতা জন্ম নেয় তার। কিন্তু অপরিষ্কার আর নোংরা পরিবেশের জন্য কষ্টও পান তিনি। তাই জাহিদকে তিনি আগেই বলে রেখেছিলেন যে বাংলাদেশে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামবেন। সেই পরিকল্পনা থেকেই অাখাউড়ায় এসে রাস্তায় নেমে পড়েন।

গেডরি রহমানের স্বামী জাহিদ জানান, সবাই যদি নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখি তাহলে খুব সহজেই আমাদের শহর পরিচ্ছন্ন থাকবে। তিনি এ কাজে সহযোগিতার জন্য তার বন্ধু-বান্ধব ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

গেডরির এমন কাজে বিস্মিত হয় খোদ পৌর কর্তৃপক্ষও। পৌর কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছে।

অাখাউড়া পৌরসসভার সচিব মো. আলী আজম হোসেন বলেন, ওই গেডরি চোখে অাঙুল দিয়ে দেখিয়ে দিলেন, অামরা কতোটা অসচেতন, কাণ্ডজ্ঞানহীন। তার এমন ভালো কাজ দেখে সত্যিই উদ্বুদ্ধ হয়েছি। এখন থেকে অামরা নিয়মিত অাবর্জনা পরিষ্কার করবো।

অাখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। পরিচ্ছন্ন শহর গড়তে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।