আখাউড়ায় ’৭১-এর শেল বিস্ফোরণ!
আখাউড়া প্রতিনিধিঃ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়া পৌরশহরের তারাগণ এলাকায় উদ্ধার হওয়া ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত শক্তিশালী আর্টিলারি শেল ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব হেডকোয়ার্টারের বোমা বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
আখাউড়া থানার এসআই মো. নাজমুল হক জানান, আখাউড়া পৌরশহরের তারাগণ এলাকার দক্ষিণপাড়ায় একটি পুকুর খনন করার সময় অবিস্ফোরিত একটি আর্টিলারি শেল স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ হেফাজতে তিন দিন থাকার পর বুধবার র্যাব হেডকোয়ার্টার থেকে ডিএডি আবেদুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল দুপুর সাড়ে ১২টার দিকে শেলটি মাটিতে গর্ত খুঁড়ে ধ্বংস করে।
বোমা বিস্ফোরক দলের প্রধান ডিএডি আবেদুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এ ধরনের অসংখ্য আর্টিলারি শেল দেশজুড়ে ফেলে গেছে। এসব আর্টিলারি শেল আশপাশের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে।
No comments:
Post a Comment