Wednesday, 30 December 2015

অনিয়মের অভিযোগে ৩ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন

আখাউড়ায় অনিয়মের অভিযোগে ৩ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন.....

বিউটুফুল আখাউড়া ডেস্ক:: আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগে ৩ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া। বেলা সাড়ে ১১ টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান বাবুল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অন্যদিকে দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন। আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে এবং আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। পাশাপাশি দল বেধে তারা নৌকা প্রতীকে সিল মারছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

Tuesday, 29 December 2015

নাটকীয় ভাবে উৎসব’ চলছে অাখাউড়ায়‍ ভোট কেন্দ্র

উৎসব’ চলছে অাখাউড়ায়‍ ভোট কেন্দ্র....

বিউটুফুল আখাউড়া: 'ভাই উট পাখি মার্কায় একটা ভোট দিবেন। চাচী পানির বোতলে ভোট দিবেন। আপা মার্কাটার কথা মনে অাছেনি।’

এমন অনুরোধ শোনা গেল ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া পৌরসভা নির্বাচনের ছয় নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে।

ওই কেন্দ্র ও এর অাশপাশের এলাকায় পৌরসভা নির্বাচনকে ঘিরে রীতিমতো ভোট উৎসব চলছে।

সকাল সোয়া ১০টার দিকে দেখা গেল, বিশাল কলেজ মাঠের উত্তর-পূর্ব দিকের এক অংশে ভোট কেন্দ্রের বুথ। এর বাইরে মাঠে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছেন শত শত লোক।

আর কলেজ সীমানার বাইরে বিভিন্ন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা ভোটার তালিকা হাতে অবস্থান নিয়েছেন। বৃদ্ধ ও নারী ভোটারদের ভোটার নম্বর খুঁজে বের করা নিয়ে মহাব্যস্ততা তাদের। আর পাশে থাকা তাদের সহযোগীরা স্লোগানে মুখরিত করে রেখেছেন এলাকা।

ওই কেন্দ্রের ভোট দিতে আসা রাধানগর মহল্লার দুলাল ঘোষ জয় জানান, ৭ বছর পর নৌকা ও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন অাখাউড়াবাসী। এজন্য এখানকার মানুষের মধ্যে ঈদ-পূজার মতো আনন্দ বিরাজ করছে। তবে ভিড় থাকলেও কেন্দ্রে কোনো গণ্ডগোল নেই বলেও তিনি জানান।

কেন্দ্রের ৩ নম্বর নারী বুথে (রাধানগর ২য় অংশ) ভোটের লাইনে অপেক্ষমাণ রুপালী ঘোষ বলেন, অাখাউড়ায় উৎসব লাগছে। অাগের ইলেকশনগুলাতে এমন অয়নি। লাইনে দাঁড়াইলেও আমরার ত্যক্ত লাগছে না।

ওই কেন্দ্রে ভোট দিয়েছেন অাওয়ামী লীগের মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল। তিনি বলেন, অামি কল্পনাও করিনি ভোটকেন্দ্রে সকাল থেকেই এতো মানুষের উপস্থিতি হবে। এবারের ভোটার উপস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

এদিকে, বিএনপির মেয়র প্রার্থী মো. মন্তাজ মিয়া ভোট দিয়েছেন দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

যোগাযোগ করা হলে তিনি বলেন, এবার অাখাউড়ার মানুষের মধ্যে ভোট নিয়ে অাগ্রহ অনেক বেশি। এখনো পর্যন্ত উৎসব আমেজ বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

বিউটিফুল আখাউড়া: আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ পৌরসভার সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের (দেবগ্রাম ও তারাগণ গ্রামের) চারটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় উপজেলা নির্বাচন কার্যালয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া জানান, নয়টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ৭১টি বুথে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২০ জন পুলিশ, অস্ত্রধারী ও লাঠিবাহীসহ ৬জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও এক প্লাটুন বিজিবি সদস্য টহলরত থাকবে।

এ পৌরসভায় ২৪ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন অংশগ্রহণ করেছেন।

আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

বিউটিফুল আখাউড়া: আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ পৌরসভার সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের (দেবগ্রাম ও তারাগণ গ্রামের) চারটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় উপজেলা নির্বাচন কার্যালয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া জানান, নয়টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ৭১টি বুথে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২০ জন পুলিশ, অস্ত্রধারী ও লাঠিবাহীসহ ৬জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও এক প্লাটুন বিজিবি সদস্য টহলরত থাকবে।

এ পৌরসভায় ২৪ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন অংশগ্রহণ করেছেন।

৩০ ডিসেম্বর পূর্বাঞ্চল সীমান্তবর্তী আখাউড়া...

৩০ ডিসেম্বর পূর্বাঞ্চল সীমান্তবর্তী আখাউড়া...

৩০’ডিসেম্বর পূর্বাঞ্চল সীমান্তবর্তী আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে প্রশাসনের পাশাপশি আমরা ‘গণমাধ্যম কর্মীরা’- ও প্রস্তুত।
সংবাদ কর্মীদের মাঝে ১২’ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নজরুল ইসলাম। ছবিটি ২৯’ডিসেম্বর দুপুরে আখাউড়া উপজেলা প্রশাসন ভবনের সামনে তোলা

Monday, 28 December 2015

আজ আখাউড়া পৌর নির্বাচনের শেষ দিনে

আজ আখাউড়া পৌর নির্বাচনের শেষ দিনে...

আজ আখাউড়া পৌর নির্বাচনের শেষ দিনে জনাব তাকদিল খলিফা কাজলের নৌকা মার্কার সমর্থনে দুর্গা পুর গ্রাম উন্নয় কমিটির আয়োজনে। জনাব জালু মিয়া মেম্ভারের বাড়িতে তুলা ছবি। আসুন আমরা সবাই মিলে আগামী ৩০ তাং নৌকা মার্কায় ভৌট দিয়ে কাজল ভাইকে জয়যুক্ত করি।এবংআখাউড়া উন্নয়কে এগিয়ে নিয়ে যাই। সবার কাছে ভোট চাই ও কাজল ভাইয়ে জন্য দোয়া চাই।